Follow us

 
Monday 27 August 2012

এস.আই.ও পরিচিতি

0 comments
*lt;


SIO বর্তমান বিশ্বের একক বৃহত্তম সুশৃঙ্খল, আদর্শিক ও দায়িত্বশীল ছাত্র সংগঠন। SIO কে বোঝার জন্য ইসলাম, ছাত্রজীবন ও সংগঠন সমন্ধে ভালো ধারনা থাকা আবশ্যিক।

সামাজিক জীবনে দায়িত্ব পালনের জন্য আত্মগঠনের সময়কালকে বলা হয় ছাত্র জীবন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনই হলো ছাত্র জীবন। ছাত্ররাই ভবিষ্যতে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। আবার তারাই হয় জাতির কর্ণধার। সমাজ পরিবর্তন ও আদর্শ সমাজ গড়ার দায়িত্ব তারাই পালন করতে হয়। ছাত্রজীবনে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারলে সামাজিক জীবনে উপযুক্ত দায়িত্বশীল হওয়া যায়। আদর্শসমাজ গড়ার মূলধনে পরিণত হওয়া যায়। যে ছাত্রজীবনে আদর্শ হতে পারে, সে সামাজিক জীবনেও আদর্শ হতে পারে। ছাত্র জীবনের সৌন্দর্য সামাজিক জীবনকে করে তুলে সৌন্দর্যমণ্ডিত। পড়া-লেখার উদ্দেশ্য হবে জ্ঞানার্জন। আর জ্ঞানার্জানের লক্ষ্য হবে মানুষ হিসেবে এবং আল্লাহর খলীফা হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন। আর এটাই হবে মূল লক্ষ্য বা মিশন।

আরবী ভাষায় ‘ইসলাম’ বলতে বুঝায় আনুগত্য ও বাধ্যতা। আল্লাহর প্রতি আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ‘ইসলাম’।

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future