Follow us

 
Sunday 26 August 2012

সংখ্যালঘু ছাত্রদের সুবিধার্থে বিশেষ ভূমিকা এস.আই.ও-র

0 comments
*lt;

সংখ্যালঘু ছাত্রদের সুবিধার্থে বিশেষ ভূমিকা এস.আই.ও-র 


সংখ্যালঘু ছাত্রদেরকে দ্রুত বৃত্তি পাইয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম-এর চেয়ারম্যান আবু আয়েশ মন্ডলকে সংশ্লিষ্ট বিষয়ে  একটি স্মারকলিপি জমা দিয়েছে তারা। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রদত্ত-এর কাছে  ‘পোস্ট ম্যাট্রিক’-এর অনলাইন আবেদনের সরলীকরন এবং অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারার ব্যব্হার দাবি জানাল এস.আই.ও।

ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত-নিগমের পক্ষ থেকে পিছিয়েপড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষনা করা হয়। সেই সঙ্গে সরকারি তরফে এবছর অনলাইনে ফর্ম ফিলাপ সহ বেশকিছু নতুন নিয়ম চালু করেছে। সংশ্লিষ্ট  বিষয়ে আবেদনপত্র পূরন করাও শুরু হয়ে গেছে। কিন্তু হাতে-কলমে আবেদনপত্র পূরণ করতে গিয়েই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। সেই কারনেই এ বছর থেকে বৃত্তির টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে না পাঠিয়ে  ছাত্রের নামে পাঠানোর দাবী করা হয়েছে।  সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম-এর চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল বলেন ‘বিষয়টি’ নিয়ে তারা আলোচনা করবেন।

Leave a Reply

 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future