Follow us

 
Tuesday 1 January 2013

নতুন বছরে এস.আই.ও-র আহ্বান অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন

1 comments
*lt;

নতুন বছরে এস.আই.ও-র আহ্বান অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন 


১লা জানুয়ারি: ’পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বিনোদনের সঙ্গা পরিবর্তন হচ্ছে। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে হারিয়ে দেশের ছাত্ররা আকৃষ্ট হচ্ছে সেই অপসংস্কৃতির প্রতি’। দেশের এই পটভূমিকায় অপসংস্কৃতির করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এবং সুস্থ সংস্কৃতির সন্ধান দিতে “অপসংস্কৃতি নয় চাই শিক্ষামূলক বিনোদন” শিরোনামে, ১লা জানুয়ারি, বারাসাতের রবীন্দ্র ভবনে স্টুডেন্টস ইসলামিক অরগানাইজেশন অফ্‌ ইন্ডিয়ার উত্তর ২৪ পরগণা জেলা শাখার উদ্দ্যাগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে সকাল ১১টা থেকে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রামের পাশাপাশি তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশন করা সঙ্গীত, িএকাঙ্ক নাটক, মুখাভিনয় সকলের মন কাড়ে। প্রোগ্রামে উপস্থিত দর্শকদের বর্তমান সমাজ ব্যবস্থার কথা আরও ভাবিয়ে তোলে দুটি নাটক “বিদ্ধস্থ মানবতা” ও কৃষক সমাজের করুন পরিণতির উপর লেখা নাটক “প্রতিবাদ”। 
সব শেষে প্রোগ্রামের সমাপ্তি ভাষণ দেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মাও আব্দুর রফিক।
Read more...
Wednesday 29 August 2012

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইফতার মজলিশ ও সেমিনার

0 comments
*lt;

গত ২৮ শে আগষ্ট এস আই ও-র আলীয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে সল্টলেক ক্যাম্পাসে একটি দাওয়াতে ইফতার ও সেমিনার অনুষ্ঠিত হল। আলীয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রাজ্জাকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু হয়। আলোচনার বিষয় ছিল “রমজানের গুরুত্ব।” অনুষ্ঠানে উপস্থিত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদরে মধ্যে আমন্ত্রিত ছিলেন, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য ডা: রইসুদ্দিন সাহেব, জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সেক্রেটারী মাওলানা আব্দুর রফিক সাহেব, এস আই ও-র কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য শাহনওয়াজ আলী রাইহান, রাজ্য সভাপতি সারওয়ার হাসান, রাজ্য সম্পাদক নাইমদ্দিন সেখ প্রমুখ।
ডা: রইসুদ্দিন সাহেব উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে ধর্মের প্রকৃত স্বরূপ এবং ব্যাপ্তি সম্বন্ধে সম্যক ধারণা দিতে সচেষ্ট হন। মাওলানা আব্দুর রফিক আত্মত্যাগ ও চরিত্র গঠনে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শাহনওয়াজ আলী রাইহান আধুনিক বিশ্ব সমস্যায় ইসলামী সমাধান পেশ করতে ছাত্র সমাজকে আহ্বান জানান। রাজ্য সভাপতি সারওয়ার হাসান ছাত্র সমাজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ভাই নাইমদ্দিন রমজানের আসল উদ্দেশ্য তাকওয়া অর্জনের উপর আলোচনা রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জা সেরিফুল ইসলাম।
Read more...

যৌনশিক্ষার বিরুদ্ধে এস আই ও-র প্রতিবাদ মিছিল

0 comments
*lt;




তৃণমূল পরিচালিত রাজ্য সরকার স্কুলস্তরে যৌনশিক্ষা চালু করার চেষ্টা করছে। এস আই ও প্রথম থেকে যৌনশিক্ষার নামে ছাত্র-ছাত্রীদের চরিত্র ধবংসকারি এই জীবনশৈলি পাঠদানের বিরোধিতা করে আসছে। চরম বিরোধিতার সম্মুখিন হওয়ার ফলে বামফন্ট সরকার সে পথে যায়নি। নতুন সরকার চালু করার ভাবনা চিন্তা শুরু করেছে। তারই প্রতিবাদে এস আই ও-র পক্ষ থেকে নওদার আমতলা কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল ২৫শে আগষ্ট শহর পরিক্রমা করে। ধ্বনিত হয় ছাত্রদের কন্ঠে, “যৌনশিক্ষা নিপাত যাক।” মিছিলে পা মেলান কেন্দ্রীয় সম্পাদক সারিক আনসার, রাজ্য সভাপতি সারওয়ার হাসান, রাজ্য সম্পাদক নাইমদ্দিন সেখ, যুগ্ন রাজ্য সম্পাদক মসিউর রহমান, রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক মফিকুল ইসলাম প্রমুখ।
Read more...
Monday 27 August 2012

এস আই ও -র মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য

0 comments
*lt;



মিশন

ঐশী পথ-নির্দেশ অনুযায়ী সমাজের পুনর্গঠনের জন্য ছাএ ও যুবকদের তৈরী করাই হচ্ছে সংগঠনের মূল মিশন।

লক্ষ্য ও উদ্দেশ্য

১. ছাত্র এবং যুবকদের সামনে ইসলামের দাওয়াত পেশ।

২. ছাত্র এবং যুবকদের মধ্যে দ্বীন দ্বীনের প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধন করা।

৩. কুরআন ও সুন্নাহর আলোকে নিজের ব্যক্তিগত ও সমষ্ঠিগত জীবন যাপনের জন্য ছাএ-যুবদের উদ্বুদ্ধ করা।

৪. সুকৃতির প্রসার ও দুস্কৃতির উত্সাদনের জন্য ছাএ-যুবদের উদ্বুদ্ধ করা।

৫. শিক্ষাব্যবস্হায় নৈতিক মূল্যবোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টির চেষ্টা করা।

৬. সংগঠনের কর্মীদের সার্বিক উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের প্রতিভার বিকাশ সাধন এবং তাদেরকে ইসলামী আন্দোলনের সহায়ক হিসাবে গড়ে তোলা।
Read more...

এস.আই.ও পরিচিতি

0 comments
*lt;


SIO বর্তমান বিশ্বের একক বৃহত্তম সুশৃঙ্খল, আদর্শিক ও দায়িত্বশীল ছাত্র সংগঠন। SIO কে বোঝার জন্য ইসলাম, ছাত্রজীবন ও সংগঠন সমন্ধে ভালো ধারনা থাকা আবশ্যিক।

সামাজিক জীবনে দায়িত্ব পালনের জন্য আত্মগঠনের সময়কালকে বলা হয় ছাত্র জীবন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনই হলো ছাত্র জীবন। ছাত্ররাই ভবিষ্যতে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। আবার তারাই হয় জাতির কর্ণধার। সমাজ পরিবর্তন ও আদর্শ সমাজ গড়ার দায়িত্ব তারাই পালন করতে হয়। ছাত্রজীবনে নিজেকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারলে সামাজিক জীবনে উপযুক্ত দায়িত্বশীল হওয়া যায়। আদর্শসমাজ গড়ার মূলধনে পরিণত হওয়া যায়। যে ছাত্রজীবনে আদর্শ হতে পারে, সে সামাজিক জীবনেও আদর্শ হতে পারে। ছাত্র জীবনের সৌন্দর্য সামাজিক জীবনকে করে তুলে সৌন্দর্যমণ্ডিত। পড়া-লেখার উদ্দেশ্য হবে জ্ঞানার্জন। আর জ্ঞানার্জানের লক্ষ্য হবে মানুষ হিসেবে এবং আল্লাহর খলীফা হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন। আর এটাই হবে মূল লক্ষ্য বা মিশন।

আরবী ভাষায় ‘ইসলাম’ বলতে বুঝায় আনুগত্য ও বাধ্যতা। আল্লাহর প্রতি আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ‘ইসলাম’।
Read more...
Sunday 26 August 2012

সংখ্যালঘু ছাত্রদের সুবিধার্থে বিশেষ ভূমিকা এস.আই.ও-র

0 comments
*lt;

সংখ্যালঘু ছাত্রদের সুবিধার্থে বিশেষ ভূমিকা এস.আই.ও-র 


সংখ্যালঘু ছাত্রদেরকে দ্রুত বৃত্তি পাইয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম-এর চেয়ারম্যান আবু আয়েশ মন্ডলকে সংশ্লিষ্ট বিষয়ে  একটি স্মারকলিপি জমা দিয়েছে তারা। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রদত্ত-এর কাছে  ‘পোস্ট ম্যাট্রিক’-এর অনলাইন আবেদনের সরলীকরন এবং অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করতে পারার ব্যব্হার দাবি জানাল এস.আই.ও।

ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত-নিগমের পক্ষ থেকে পিছিয়েপড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের জন্য বৃত্তির ঘোষনা করা হয়। সেই সঙ্গে সরকারি তরফে এবছর অনলাইনে ফর্ম ফিলাপ সহ বেশকিছু নতুন নিয়ম চালু করেছে। সংশ্লিষ্ট  বিষয়ে আবেদনপত্র পূরন করাও শুরু হয়ে গেছে। কিন্তু হাতে-কলমে আবেদনপত্র পূরণ করতে গিয়েই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। সেই কারনেই এ বছর থেকে বৃত্তির টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে না পাঠিয়ে  ছাত্রের নামে পাঠানোর দাবী করা হয়েছে।  সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম-এর চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল বলেন ‘বিষয়টি’ নিয়ে তারা আলোচনা করবেন।
Read more...
Saturday 21 July 2012

বাস্তুহারা রোহিঙ্গাদের পুনঃর্বাসনের দাবিতে - এস আই ও

1 comments
*lt;


ঘরহারা রোহিঙ্গাদের পুনঃর্বাসনের দাবিতে এস আই ও
                 রোহিঙ্গাদের পুর্নবাসনের দাবীতে মায়ানমার অ্যাম্বাসির সামনে বিক্ষোভ

সারা পৃথিবী জুড়ে একাধিক কারণে বাস্তুহারা মানুষের সংখ্যা প্রায় দেড় কোটির কাছে। এরই মধ্যে মায়ানমারের বৌদ্ধ রাখাইনদের অমানবিক অত্যাচারে ঘরছাড়া হয়েছে প্রায় হাজার দেড়েক মুসলিম পরিবার। তাই বুধবার (২০ জুন) আন্ত্মর্জাতিক বাস্তুহারা দিবসে  পরিবার ও বাস̄স্থানহারা পরিবারকে অবিলম্বে সুরাহা দেওয়ার দাবিতে মায়ানমার দুতাবাসের সামনে বিকেল ৩টায় প্রতিবাদ মিছিল করে এস আই ও এবং জামাআতে ইসলামী হিন্দ সহ একাধিক মানবাধিকার সংগঠণ। রেো মায়ানমারে ৩জন দুস্কৃতির হাতে এক বৌদ্ধ মহিলার ধর্ষণ ও হত হওয়াকে কেন্দ করেই বৌদ্ধ রাখাইনরা ১০জন মুসলিম রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা করে। উক্ত ধর্ষণকান্ড এবং মহিলার মৃত্যুর জন্য মুসলিম রোহিঙ্গারা যে দায়ী নন তা প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ঘটনায় অভিযুক্তদের  মায়ানমার সরকার মৃত্যু ̈দণ্ড দেয়ার পরও তাদের নাম মায়ানমার সরকার গনমাধ্যমের সামনে আনছেননা। মায়ানমার সরকারের এহেন ভূমিকায় ভারতসহ বাংলাদেশ ও রাষ্টধসংঘ নীরব দর্শকের ভূমিকায় থাকায় রীতিমত বিষ্ময় প্রকাশ করেছেন জামাআতে ইসলামী হিন্দ-এর রাজ্য সভাপতি মহঃ নুরুদ্দিন। তিনি বলেন, যে বার্মার রেঙ্গুনে দাঁড়িয়ে নেতাজী সুভাষ দেশ স্বাধী̄নতার প্রসাততি নিয়েছেন। সেই দেশের সংখ্যা লঘু রোহিঙ্গাদের উপর রাখাইনদের অত্যাচার আমরা মেনে নিতে পারিনা। পুলিশদের সামনেই রাখাইনদের ঔদ্ধত  আচরণ সরকার কিভাবে সহ্য  করছে, সে প্রশ্নও তোলেন তিনি। তবে, বুধবার ৫৭কে বালিগঞ্জ সার্কুলার রোডের উপর মায়ানমার দুতাবাস আধিকারীকের অসভ্য আচরণকে কোনভাবেই মানতে পারছেন না মানবতাবাদী সংগঠণের সকল সদস্যগণ। তাইু নুরুদ্দিন সাহেব  বলেন, যে দেশের দুতাবাস আধিকারীকরা বলেন যে, “আমরা গনতন্ত্রে বিশ্বাস রাখিনা, আমাদের সরকার সামরিক সরকার”, তারা কিভাবে দেশকে শান্ত্মি দেবে ! তাই তিনি বলেন, কোন গণতান্ত্রিক দেশে সৈরতান্ত্রিক সরকারের দুতাবাস থাকা হল গণতন্ত্রের লজ্জা ! সেই সঙ্গে জনপ্রিয় জণনেত্রী আন সাং সূকী-র নিজ দেশের এহেণ ঘটনায় নীরব থাকায় অবাক হয়েছেন স্টুডেন্টস্‌ ইসলামিক অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ জোনের সম্পাদক নাইমদ্দিন শেখ। মায়ানমার দুতাবাসে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ ̈ সভাপতি ডা: রইসুদ্দিন, এস.আই.ও-র কেন্দ্রিয় কমিটির সদস্য শাহনওয়াজ আলী রাইহান ও রাজ্য ক্যাম্পাস সেক্রেটারী মাফিকুল ইসলাম সহ একাধিক সংগঠণের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অন্যদিকে রোহিঙ্গারা নিজেদের প্রাণ বাঁচাতে বাংলাদেশের উপকূলে এসে উপস্থিত হলেও উপকূল রক্ষীরা সে দেশে ঢুকতে দেয়নি। ফলে সাপ- কুমিরের সঙ্গেই এখন বাস করতে হচ্ছে রোহিঙ্গাদের। ১৯৭১ এর কথা বাংলাদেশ সরকারের ভুলে গেলে চলবে না। বাংলাদেশের অসহায় শরনার্খীদের ঠাঁই হয়েছিল এই ভারতবর্ষের। তাই বাংলাদেশের উচিৎ প্রতিবেশী রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। এই বার্তা বঙ্গবন্ধুর দেশে পৌঁছে দিতে বাংলাদেশ হাইকমিশনারকেও স্মারকলিপি প্রদান করা হয়।
Read more...
Friday 29 June 2012

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমানের সাথে সাক্ষাৎ করলেন এস.আই.ও-র প্রতিনিধিদল

0 comments
*lt;


নিউ দিল্লি(৬/৪/২০১২): ইসলামপন্থী নারী নেত্রী  এবং কনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তাওয়াকুল কারমানের সাথে সাক্ষাত করলেন এস.আই.ও-র এক বিশেষ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন এস.আই.ও-র কেন্দ্রীয় সেক্রেটারী শেখ শোয়েব এবং শারিক আনসার। তারা এস.আই.ও-র পরিচিতি, কার্যক্রম,লক্ষ্য-উদ্দ্যেশ্য তার সামনে উপস্হাপন করেন।
তাওয়াকুল কারমান ভারতে এসেছিলেন স্বাধীনতা যোদ্ধা , সমাজ সংস্কারক এবং সাবেক উপ প্রধানমন্ত্রী বাবু জাগজিভান রামের ১০৫ তম জন্মদিন উপলক্ষে ভাষন দেওয়ার জন্য। তিনি বলেন “সন্ত্রাসবাদ এবং স্বৈরতন্ত্র হয় একই মুদ্রা দুই দিক. এইভাবে একজন সন্ত্রাসবাদী এবং একজন একনায়ক উভয়ই সমান।”
এস.আই.ও-র প্রতিনিধিগণ তাকে এস.আই.ও-র সংক্ষিপ্ত পরিচিতি প্রদান করেন এবং  ভারতের ছাত্র-যুব সম্প্রদায়ের সাথে বিশেষ ভাবে সাক্ষাতের জন্য তাকে পুনরায় ভারতে আসার আমন্ত্রন জানান।
Read more...

Students Festival' 2012


Students Festival
Local Level Audition - 9 September,2012 at Lauhati.

District Level Audition - 23 September,2012 at Raigachi.

State Lavel competition - 30 September, 2012 at Murshidabad
 
SIO North 24 Parganas © 2012

Join sio for Bright Future